Thursday, December 5th, 2019




ফরিদপুরের র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক ।

খন্দকার আব্দুল্লাহঃ এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮,সিপিসি-২,ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ০৪/১২/২০১৯ ইং তারিখ সন্ধ্যায় গোপন উৎস থেকে তথ্য পাওয়া যায় যে, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ভবানীপুর পান্না চত্তর নিউমার্কেট এলাকায় এবং রাজবাড়ী সদর থানাধীন সাভার গ্রামস্থ মোঃ হাফিজুল মিয়া@হাবী এর বাড়ীতে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিসি-২, ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ০৪/১২/২০১৯ খ্রিঃ আনুমানিক ১৮.০৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ভবানীপুর পান্না চত্তর নিউমার্কেট এলাকা হতে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শামীম মিয়া (২৮), পিতা- মোঃ বাদশা মিয়া, সাং- রামকান্তপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী এবং ০৪/১২/২০১৯ খ্রিঃ রাত ২১.৩৫ ঘটিকার সময়ে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন সাভার গ্রামস্থ মোঃ হাফিজুল মিয়া@হাবী এর বসত বাড়ী অভিযান চালিয়ে অপর মাদক ব্যবসায়ী আসামী ২। মোঃ হাফিজুল মিয়া@হাবী (৬০), পিতা- মৃত মন্তাজ মিয়া, সাং- সাভার, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী’ দ্বয়কে আটক করে। এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজত থেকে ০১ (এক) কেজি ৪০ (চল্লিশ) গ্রাম গাঁজা, মাদক বিক্রিত নগদ ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি সীমকার্ডসহ ০২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকায় এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্ত করে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ