Sunday, December 1st, 2019




ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় ট্র্যাকের চালক নিহত, প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ

মামুনুর রশিদ: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়ায় শনিবার রাতে শহিদুল মাতুব্বর নামে একজন ট্র্যাক চালকের মৃত্যুর ঘটনায় ভাঙ্গা পৌর মেয়রের বাড়ির সামনের রাস্তায় বিদ্যুতের থাম্বা রাস্তার উপড়ে ফেলে সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছে গ্রামবাসী। সড়ক অবরোধে ফলে রাস্তার ধারের দুই পাশে শত শত বিভিন্ন যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা থানার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা গেছে, শনিবার রাত ৭টার দিকে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া লোহারদিয়া এলাকায় রাস্তার পাশে নিজের ট্রাক দাড় করিয়ে চাকার পরিক্ষা করছিলেন ট্রাক চালক শহিদুল। এসময় বিপরীত থেকে আসা দূরপাল্লার যাত্রীবাহী ফাল্গুনী পরিবহণের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নুরপুরের গ্রামের লোকজন ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পৌর মেয়রের বাড়ির সামনের রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ