Sunday, December 1st, 2019




দিন দিন বাড়ছে ছাদ বাগানের জনপ্রিয়তা ফরিদপুরে।

খন্দকার আব্দুল্লাহঃ ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগান। নগরীর বাসা-বাড়ির অসংখ্য ছাদ ভরে উঠছে ফুল, ফল ও সবজির বাগানে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি, ভেজালমুক্ত ফল ও সবজি পরিবারের পুষ্টির চাহিদা মেটাচ্ছে। এ ধরনের ছাদ বাগান তৈরিতে বাড়ির মালিকদের সব ধরণের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।

বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফলের গাছ। আছে নানা জাতের সবজি ও ফুল। যেন নাগরিক জীবনে সবুজের ঢল। এ চিত্র ফরিদপুর শহরের বিভিন্ন বাড়ির ছাদের।

শহরের ছাদ বাগানগুলোতে কমলা, মালটা, ডালিম, লেবু, পেয়ারা, আমড়া, ড্রাগন, বেদানাসহ নানা প্রজাতির ফল গাছ আছে। পাশাপাশি আছে সবজি ও বিভিন্ন প্রকারের ফুলের গাছ।

বর্তমানে এই সব ছাদ বাগানে ধরেছে বিভিন্ন প্রকারের মৌসুমী ফল। বাগানগুলোতে চাষ করা বিষমুক্ত ফল যেমন নিজেরা খান, তেমনি উপহার দেন আত্মীয়স্বজন ও প্রতিবেশিদের। এতে, পরিবারের পুষ্টি চাহিদা মিটছে। আর, এসব ছাদ বাগান দেখে নতুন করে বাগান করায় আগ্রহী হচ্ছেন অনেকেই।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান, ছাদ বাগান তৈরিতে বাড়ির মালিকদের পরামর্শসহ কারিগরি সহযোগিতাও করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ি, বর্তমানে ফরিদপুর শহরে পূর্ণাঙ্গ অন্তত ২৫টি ছাদ বাগান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ