Saturday, November 30th, 2019




বিএনপি নেতা আবু সুফিয়ানের গাড়িতে হামলা

চট্টগ্রাম : চট্টগ্রাম নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে বহনকারী গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করা হয়েছে বিএনপির পক্ষ থেকে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ বোয়ালখালী পৌর এলাকার পাঠানপাড়া স্কুলের সামনে এই হামলা চালানো হয়।

নগর বিএনপির সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, শুক্রবার রাতে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির এক নেতার শাশুড়ির জানাজা শেষে নগরীতে ফিরছিলেন আবু সুফিয়ান ও বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবুসহ বিএনপির নেতাকর্মীরা। বিএনপি নেতা আবু সুফিয়ান ছিলেন মেয়র আবুর গাড়িতে।

রাত সাড়ে ১১টার দিকে গাড়ির বহরটি পৌরসভার পাঠানপাড়া স্কুলের সামনে পৌঁছলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহানের নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে গাড়িতে ইটপাটকেল মারতে শুরু করে।

এতে মেয়র আবুর গাড়িতে থাকা আবু সুফিয়ান অক্ষত থাকলেও গাড়িটির কাঁচ ভেঙে চালক ইয়াছিন আহত হন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, জানাজা পড়ে শহরে যাওয়ার সময় পৌর মেয়রের গাড়িতে পাথর মেরেছে বলে জেনেছি। তিনি নিজেও আমাকে ফোনে জানিয়েছেন। তবে এখনও লিখিত কোনো অভিযোগ পায়নি।

প্রসঙ্গত, হামলার শিকার বিএনপি নেতা আবু সুফিয়ানকে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে আসন্ন উপ-নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনে করা হচ্ছে। জাসদ নেতা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়।

বিএনপি সূত্র জানায়, চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শনিবার বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

এ আসনে উপ-নির্বাচনে প্রার্থী হতে দলত্যাগী এম মোরশেদ খানকে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। কিন্তু দলের অনুরোধ প্রত্যাখ্যান করেন অভিমানী মোরশেদ খান। ফলে এ আসনে স্থানীয়ভাবে আবু সুফিয়ানের নাম প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। পাশাপাশি জাতীয় নেতাদের ক্ষেত্রে আব্দুল্লাহ আল নোমানের নামও শোনা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ