Friday, November 29th, 2019




মধুমতি নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার।

আরিফুজ্জামান চাকলাদারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় রুদ্র বানা মধুমতি নদীতে আড়াঁআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করছে বাঁধ মালিক গোপালগঞ্জ জেলার সিদ্দিক সরকার(৪৫), নড়াইল জেলাধীন লোহাগড়া তেতুলবাড়িয়া বাগান কাতি( ৪০) ও সাধন বিশ্বাস(৩৮) গং দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাছ শিকার করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমানের নেতৃত্বে মৎস্য কর্মকর্তা সুমন লাল,কর্মচারী,থানা পুলিশ সহ বৃহস্পতিবার সকাল ১১ঃ৩০ মিনিটের সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক হাজার মিটার কারেন্ট জাল সাতশত মিটার আড়াআড়ি বাঁশের বাঁধ জব্দ করে।উপজেলা কর্মকর্তা কর্মচারী,পুলিশ,সাংবাদিক আরিফুজ্জামান চাকলাদার( আপেল),সাংবাদিক ইকবাল হোসেন,সাধারণ জনগণের সামনে প্রকাশ্য আগুন দিয়ে কারেন্ট জাল ধ্বংস করে।নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বাঁধের সাথে জড়িত অসাধু মৎস ব্যবসায়ী গং পালিয়ে যায়।

কাউকে আটক করা যায়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল রহমান সাংবাদিকদের বলেন,গোপন তথ্যের ভিত্তিতে আমাদের অভিযানে আশা। কারেন্ট জাল আগুন দিয়ে ধ্বংস করেছি।নদীতে আড়াআড়ি বাঁধ’র বাঁশ জব্দ করা হয়েছে,এ ধরনের ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা ব্যাপি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ