Friday, November 29th, 2019




কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের ১৩৩৫/১৭ নম্বর সাব পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেয়ড় গ্রামের আবুল হোসেনের ছেলে সলমান হোসেন (২২) বৃহস্পতিবার বিকেল ৫টায় সীমান্তের ওপারে ভারতীয় গরু আনতে যান। গরু নিয়ে ফিরে আসার সময় বিএসএফের গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কানাইঘাটের ডোনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হারুনুর রশিদ বলেন, সীমান্তের ওপার থেকে অবৈধভাবে গরু-মহিষ আনতে গিয়ে সলমান হোসেন নামের এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে মারা গেছেন। তার বাড়ি ডোনা সীমান্ত এলাকার বড়খেয়ড় গ্রামে।

সলমান হোসেনের মরদেহ আনতে বিজিবির একটি টিম ঘটনাস্থলে রয়েছেন বলে তিনি জানান।

এদিকে কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুজির উদ্দিন জানান, কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত ভারতীয় গরু-মহিষ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করছে। যার কারণে এলাকার রাস্তাঘাট জনসাধারণের চলাচলের অনুপযোগীয় হয়ে পড়েছে।

এছাড়া বিএসএফ এবং ভারতীয় খাসিয়াদের গুলিতে গত ছয় মাসে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ