Friday, November 29th, 2019




অপরাধ দেখলেই ‘৯৯৯’ এ কল করুন : ওসি নাছির উদ্দিন

আরাফাত আল-আমিন ॥ পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সাদুল্লাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি মাদক, ইভটিজিং, নারী-শিশু নির্যাতন, সন্ত্রাস-জঙ্গি, চুরি ডাকাতি ও সামাজিক অপরাধ দমনে সচেতনতামূলক এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা।

সভায় সভাপতিত্ব করেন সাদুল্যাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লোকমান আহম্মেদ মুন্সী। সাদুল্যাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শরীফ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, পাঠানবাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান মাস্টার, সাদুল্যাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা।

আরো বক্তৃতা করেন, সমাজসেবক হুমায়ূন কবির, মোহাম্মদ মিলন মুন্সী, ইউপি সদস্য গোলাম মোস্তফা, সমাজসেবক ভুলু মিয়া, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান, মোহাম্মদ আলী, হাবিবুল্লাহ প্রধান, আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম টিপু, ইউপি সদস্য আসমা আক্তার, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রমুখ। সভা শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ইউপি সদস্য মোতালেব হোসেন।

সভায় স্থানীয় লোকজন উন্মুক্ত আলোচনায় বলেন, বদরপুর সোলেমান লেংটা মাজারের চারপাশে মাদকসেবী দের নিরাপদ স্থান, এ এলাকায় পুলিশের টহল দিতে হবে। কিশোর গ্যাং বদ্ধ করতে উদ্যোগী হতে হবে। কালীপুর থেকে গজারিয়া হয়ে ঢাকা যাওয়ার জন্য একটা সহজ রুট। এই রুটে অনেক লোক যাতায়াত করে থাকে। মাঝে মধ্যেই এই নদী পথে ডাকাতির ঘটনা ঘটে। তাই নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল বাড়াতে হবে। এছাড়াও নদী পথে মাদক কারবারিদের আনাগোনা বেশি। মাদক নিয়ন্ত্রণে এই এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করার জন্য অনুরোধ জানান বক্তারা। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, অপরাধের বিষয়ে কোন ছাড় নেই। আর মাদক সন্ত্রাস তো চলতেই পারে না। যে কোনো মূল্যে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও সমাজিক অপরাধ প্রতিহত করা হবে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে সবসময় তৎপর রয়েছে পুলিশ। তিনি বলেন, যেকোনো অপরাধের বিষয়ে কারো কাছে কোন তথ্য থাকলে সাথে সাথে আমাদের জানাবেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। পুলিশ সর্বদা জনগণের সেবক হয়ে কাজ করছে। কারো আশেপাশে চুরি ডাকাতির ঘটনা চোখে পড়লে মতলব উত্তর থানা পুলিশকে অথবা ৯৯৯ এ কল করবেন। আর মনে রাখবেন পুলিশের পাশাপাশি সবাইকেই অপরাধ নির্মূলে সচেতন হতে হবে। তিনি সকলের সহযোগী কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ