Monday, November 25th, 2019




বোয়ালমারীতে সরকারি জায়গা জড়িয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ।

খন্দকার আব্দুল্লাহঃ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া অাঞ্চলিক মহাসড়কের সহস্রাইল বাজার সংলগ্ন সরকারি নীতিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সড়ক ও জনপদের জায়গায় এ ভবন নির্মাণ করছেন মাইটকুমড়া গ্রামের মো. ফারুক হোসেন ও সহস্রাইল বাজারের পল্লী চিকিৎসক তবিবুর রহমান। ওই ভবন নির্মাণের সরকারি অনুমতি না নেওয়ায় কারণে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, যেভাবে ভবন নির্মাণ করছেন তা যে কোন সময় ধ্বষে দূর্ঘটনা ঘটতে পারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সহস্রাইল বাজারের দক্ষিণ প্বার্শে মাইজকান্দি-ভাটিয়াপাড়া অাঞ্চলিক মহাসড়ক ঘেঁষে মো.ফারুক হোসেনের ৫তলা ভবন ও তবিবুর রহমানের টিনের ওয়ালসেড ঘর নির্মান করছেন।

সড়ক ও জনপদের জায়গা দখল করে ভবন নির্মাণের বিষয় তাদের কাছে সরকারি কোন অনুমতি অাছে কিনা জানতে চাইলে ফারুক হোসেন বলেন অামি কাল কাগজ পত্র নিয়ে অাপনাদের সাথে দেখা করব। কিন্তু সে (ফারুক হোসেন) কোন কাগজ পত্র নিয়ে অাসেনি। তিনি অারও বলেন, সরকারি জায়গা জড়িয়ে ভবন নির্মাণ করছি সরকারের যখন দরকার হয় তখন ভেঙে দিবে। অপরদিকে তবিবুর রহমান বলেন অনেকেই তো ভবন নির্মাণ করছেন তা ভেঙে দিলে অামার টাও ভেঙে দিবে। তাদের নেই কোন উপজেলা প্রকৌশলীর অনুমোদন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন বলেন, তদন্ত পূর্বক অাইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো.ফারুক হোসেন বলেন, অামাকে স্থানীয় একজনও ফোন দিয়েছিল অামি লোক পাঠিয়ে ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ