Tuesday, November 19th, 2019




ফরিদপুর জেলার পিয়াজের দাম কমলো ১৩০ টাকা

খন্দকার আব্দুল্লাহঃ ফরিদপুরে অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে পিয়াজের দাম। গত ২৪ ঘণ্টায় পিয়াজের দাম কমেছে ১০০ থেকে ১৩০ টাকা। হঠাৎ করে পিয়াজের বাজারে ধস হওয়ায় ক্রেতাদের চরম খুশি হতে দেখা গেছে।

ফরিদপুর শহরের তিতুমীর বাজার, শরীয়তুল্লাহ বাজার, হেলিপ্যাড বাজার, বটতলা বাজারসহ আশেপাশের সব বাজারগুলোতে একই অবস্থা বিরাজ করছে। এ ছাড়া জেলা পিয়াজের বড়বড় হাট সাতৈর,কানাইপুর, চিতার বাজার, ময়েনদিয়া, মাঝারদিয়া, বিনোকদিয়াসহ জেলার সব বাজারের হাটগুলোতে প্রকান্তরে পিয়াজের মণ বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছে, আগাম পিয়াজ (যা স্থানীয়ভাবে মুড়িকাটা পিয়াজ বলে থাকে) বাজার আসলেই পিয়াজের বাজার এ রকম থাকবে না। তারা আরো জানান, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে পিয়াজের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। শরীয়তুল্লাহ বাজারের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল হোসেন জানান, মুড়িকাটা পিয়াজ বাজারে সামান্য হারে এসেছে ফলে ক্রেতারা এখন পুরাতন পিয়াজ বাদ দিয়ে নতুন পিয়াজ ক্রয়ের দিকে ঝুঁকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ