Tuesday, November 19th, 2019




কুড়িগ্রামে নদী রক্ষার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী চাকিরপশার নদী রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদের দাবীতে মানব বন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার সকালে চাকিরপশার নদীর ধারে পাঠানহাট নামক স্থানে চাকিরপশার সুরক্ষা কমিটি রিভারাইন পিপল ও গণকমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। নদী দখলমুক্ত করন,উজানের জলাবন্ধতা নিরসন,জেলে ও সাধারন মানুষের জন্য নদী উম্মুক্তকরন,নদী খনন,ইজারা বাতিল,সেতু বিহীন সড়কে সেতু স্থাপনের দাবী জানানো হয়।

রেল নৌ ও গণ যোগাযোগ কমিটির রাজারহাট উপজেলা সভাপতিত্বে জাকির হোসেনের সভাপতিতে বক্তব্য রাখেন, রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ,চাকির পশার নদী রক্ষা কমিটির আহবায়ক খন্দকার আরিফ,সদস্য সচিব তারেক আহমেদ,সংগঠক গজেন্দ্র নাথ রায়,ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল ওয়াহেদ মাষ্টার,স্থানীয় বাসিন্দা লিপি বেগম,সিরাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,ঐতিহ্যবাহী চাকিরপশার নদীর শতশত একর জমি কতিপয় প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দখল ও পাড় দিয়ে পুকুর তৈরী করে নিজেরা মাছ চাষ করে আসছেন। অবৈধ দখলের ফলে নদীটি সংকুচিত হয়ে মাত্র ১৬৫একর জমির ক্ষুদ্র বিলে পরিনত হয়েছে। ফলে পানি প্রবাহ বাধাগ্রস্থ হওয়ায় নদীর চারপাশে সাধারণ কৃষক ফসল চাষাবাদ করতে পারছেন না। অসংখ্য জেলে পরিবার সহ নদীর পাড়ের বাসিন্দাদের মাছ ধরা বন্ধ হওয়ায় মানবেতর জীবনযাপন করছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ