Sunday, November 17th, 2019




ঠাকুরগাঁও নকল সরবরাহ করার দায়ে পরিদর্শক সহ শিক্ষকের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে জেডিসি পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার দায়ে ২ কক্ষ পরিদর্শক এবং নিয়ম বহির্ভূতভাবে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে অপর ২ পরিদর্শকসহ ৪ শিক্ষককে কারাদন্ড প্রদান করা হয়েছে।শনিবার জেডিসি পরীক্ষার ইংরেজি পরীক্ষা চলাকালীন সময়ে ঠাকুরগাঁও সদর  উপজেলার সালন্দর কামিল মাদ্রাসা কেন্দ্রে মনসুর আলী ও আয়েশা সিদ্দিকা
নামে ২ কক্ষ পরিদর্শককে নকল সরবরাহের দায়ে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।দন্ডিত পরির্দশক মনসুর আলী ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর হরিহরপুর আলেম মাদ্রাসার শিক্ষক এবং আয়েশা সিদ্দিকা ভেলাজান আনছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক। অপরদিকে, মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান আবু সায়েম ও রশিদা বেগম নামে অপর ২ পরিদর্শককে এক হাজার টাকা করে জরিমানা করেন। দন্ডিত শিক্ষক আবু সায়েম দানারহাট আনছারিয়া কামিল মাদ্রাসার শিক্ষক এবং রশিদা বেগম সালন্দর কামিল মাদ্রাসার শিক্ষক।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় সালন্দর কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ইংরেজি পরীক্ষায়পরিদর্শক মনসুর আলী ও আয়েশা সিদ্দিকা নামে ২ শিক্ষক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছিল। নকল সরবরাহ করার অপরাধে ওই ২ শিক্ষককে আটক করা হলে তারা তাদের দোষ স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ