Wednesday, September 4th, 2019




সদরপুরে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু

খন্দকার আব্দুল্লাহঃ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ঠাকুর ডাঙ্গী গ্রামের মোশাররফ খালাসীর দুই শিশু কন্যা মেহনাজ (৪) ও শাহনাজ (২) এর মৃত্যু হয়েছে। আশংকা করা হচ্ছে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে মোশাররফ খালাসী ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।

গভীর রাতে মোশাররফ খালাসীর স্ত্রী ও তিন সন্তান অসুস্থ্য হয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় রাতেই তাদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চারজনের অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার ভোরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থার উন্নতি না হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারজনকে বিকেলে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকা নেবার পথে রাতে মারা যায় শিশু মেহনাজ ও শাহনাজ। বর্তমানে মোশাররফ খালাসীর স্ত্রী ও পুত্র সাইফ (৬) সুস্থ্য রয়েছে। ধারনা করা হচ্ছে, রাতের খাবারের সময় যে কোন উপায়ে বিষক্রিয়া হয়ে তারা অসুস্থ্য হয়ে পড়ে। স্থানীয়রা জানান, মোশাররফ খালাসী রাখি মালের ব্যবসা করে। নিজের বসত ঘরের নিচতলায় মজুদি ফসল ভালো রাখার জন্য কীটনাশক স্প্রে করা হয়েছিল। সেখান থেকে বিষক্রিয়া হতে পারে।বুধবার দুপুর ১২টায় স্থানীয় বাবুরচর স্কুল মাঠে দুই শিশুর জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাদের দাফন করা হয়। এদিকে, দুই শিশু কন্যাকে হারিয়ে পাগলপ্রায় মোশাররফ খালাসী ও তার স্বজনেরা। দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বেপারী জানান, বিষক্রিয়ায় দুই শিশুর মৃত হয়েছে বলে জানতে পেরেছি। বুধবার দুপুরে দুই শিশুর জানাজা শেষে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ