Monday, September 2nd, 2019




হবিগঞ্জে পতাকা উৎসব উদযাপিত

সৈয়দ মোঃ রাসেল, হবিগঞ্জ: জাতীয় পতাকার সঠিক মাপ নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের মনে পতাকার সম্মানবোধ জাগ্রত করার লক্ষ্যে হবিগঞ্জে উদযাপিত হয়েছে পতাকা উৎসব।

সোমবার বেলা ১১ টায় ব্যতিক্রমী এ উদ্যোগের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ৯টি উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দায়সারাভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর সঠিক মাপ ও যথাযথ সম্মানের ব্যাপারে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধারণা নেই। অথচ আমাদের একটি পতাকা বিধি আছে। তা অনেক সময়ই মানা হয় না। সঠিকভাবে পতাকা ব্যবহার করা হয় না। সঠিক মর্যাদা দেয়া হয় না।

তিনি বলেন, আমরা মহান জাতীয় পতাকার গুরুত্ব ও সম্মানবোধের বিষয়টি শিক্ষার্থীদের মনে স্থান করে দিতে চাই। আমরা এ উৎসবের মাধ্যমে জেলার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের এক জায়গায় নিয়ে আসতে চাই।

জেলার ৯টি উপজেলার ১ হাজার ৫শ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে উৎসবের উদ্বোধন করা হয়। এর আওতায় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ