Friday, August 30th, 2019




পাইকগাছায় ট্রলির চাপায় স্কুল ছাত্রের মৃত্যু : ট্রলি ও ড্রাইভার আটক

শাহরিয়ার কবির,পাইকগাছা প্রতিনিধি।।পাইকগাছায় ট্রলির চাপায় পিষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণী ছাত্র আল-আমিন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।আল-আমিন আশাশুনি থানার পিরোজপুর গ্রামের মাহবুব গাজীর ছেলে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা-সাতক্ষীরা সংযোগ ব্রীজ সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রলিটি আটক করে ড্রাইভারকে পুলিশের হাতে সোপর্দ করেছে।থানায় মামলা হয়েছে।স্থানীয় লোকজনের কাছথেকে জানা যায়,শুক্রবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামের মাহবুব গাজীর ছেলে।খাজরা স্কুলের ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র আল-আমিন (১২) তার বড় বোনের বাড়ী পাইকগাছা থানার গজালিয়া গ্রামে দোলা ভাই ইউনুছ সরদারের বাড়ীতে বেড়াতে আসার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পাইকগাছা-বড়দল সংযোগ সেতু পার হয়ে জিরো পয়েন্ট নামক স্থানে দাঁড়ালে বি,এ,কে ব্রিক্স এর একটি ট্রলি বেপরোয়া গতিতে পিছন দিক থেকে তাকে চাপা দিয়ে তার শরীরের উপর দিয়ে চলে যায়। এ সময় সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ আল-আমিনের সুরোত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। ওসি এমদাদুল হক শেখ জানান, ট্রলি ও ড্রাইভারকে আটক করা হয়েছে। ড্রাইভারের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ