Thursday, August 29th, 2019




সারিয়াকান্দিতে প্রাকৃতিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ ২০১৯-২০ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় বগুড়ার সারিয়াকান্দিতে প্রাকৃতিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলার ০৫টি প্রাকৃতিক জলাশয়ে মোট ৩’শ ৩৯কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার সকালে প্রথমে সারিয়াকান্দি বিজ্রের বাঙ্গালী নদীতে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরে আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী লিয়াকত আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত জামিল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, পৌর ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিনহাজ উদ্দিন প্রমুখ। অন্যান্য প্রাকৃতিক জলাশয়গুলো হলো- বড়ইবাড়ী বিল, নারচী রুয়ের বীল, ডুমকান্দি খাল, ফটিকার বিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ