Monday, August 26th, 2019




হবিগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়েই চলছে, ২৪ ঘন্টায় ২৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

সৈয়দ মোঃ রাসেল, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টার ব্যবধানে হবিগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতলে ভর্তি হয়েছেন প্রায় ২৫ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে ঢাকায় প্রেরন করা হয়েছে।

এ ডেঙ্গু আক্রান্তদের বেশীয়ভাগই বিভিন্ন কোম্পানীর শ্রমিক। এতে জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে অনেকেইে ডেঙ্গু আক্রান্তের ভয়ে শহর ছেড়ে গ্রামে চলে গেছে।

জানা যায়, এদের মধ্যে মাধবপুর উপজেলার শাহজিবাজার দরগা গেইট স্টার সিরামিক্সের শ্রমিকই বেশীরভাগ।

গত শনিবার রাত ১২ থেকে রবিবার বিকাল পর্যন্ত ওই কোম্পানীর শ্রমিক ইসমাঈল হোসেন, আজিজুল ইসলাম, বাদল মিয়া, আব্দুর রশিদ, রিপন, বেলু মিয়া, মমিন মিয়া, মিজান মিয়া তাছাড়া চুনারুঘাট উপজেলার সতং গ্রামের দুলাল মিয়া, শাহেদ আহমেদ ও মাধবপুর উপজেলার উজ্জলপুর গ্রামের আলমগীরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ