Sunday, August 25th, 2019




সাতৈর রেলস্টেশনে বহু দিন ধরে ট্রেনের টিকেট নেই, এমন কি নেই স্টেশন মাষ্টার

খন্দকার আব্দুল্লাহ ফরিদপুর থেকেঃ ফরিদপুর-রাজবাড়ী-গোপালগঞ্জ এ তিন জেলার মধ্যে অবস্থিত কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের সাতৈর রেলস্টেশনে লোকাল ট্রেনের বহু দিন যাবৎ কোন টিকেট নেই এমন কি স্টেশন মাষ্টার নেই । রবিবার দুপুর সাড়ে ১২ টা দিকে স্টেশনে গিয়ে দেখা যায়, কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা ট্রেনটি সাতৈর রেলস্টেশনে প্রবেশের আগে রেলস্টেশনে প্রায় ৩/৪শ যাত্রী দাঁড়িয়ে আছে। ট্রেনের ভিতরে টিকেট কালেশন করেন একজন মাত্র টিটি।

সে পারছে না সব যাত্রীকে চেক করতে এর ফলে এক শ্রেণীর যাত্রী যে যার মত ফাঁকি দিয়ে গন্তব্য স্থানে যাচ্ছেন। এতে প্রতিদিন রেলের হাজার হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে, সরকার হারাচ্ছে রাজস্ব ।বোয়ালমারীউপজেলা চেয়ারম্যান এম এম মোশারফ হোসেন জানান, দীর্ঘ দিন বন্ধ থাকা রেললাইনটি বর্তমান সরকারের ইচ্ছায় চালু করা সম্ভব হয়েছে। বিনা টিকিটে যাত্রী চলাচল করলে এ লাইনটি লোকসানের মুখে পড়বে। তিনি দ্রুত টিকিট সরবরাহের দাবী জানান।বেশ কয়েকদিন যাবৎ যাত্রীর বেশ চাপ রয়েছে কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটিতে। বর্তমানে স্ব-স্ব কর্মস্থলে ফিরতেও এ লাইনে চাপ রয়েছে যাত্রীদের। কিন্তু টিকিট না থাকার সুযোগে প্রতিদিন বিনা টিকেটে যাত্রী চলাচল করছে। এর ফলে সরকার লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখিন হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ