Saturday, August 24th, 2019




ঝালকাঠিতে সাত দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সাত দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ বৃক্ষ রোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলার আয়োজন করেছে। শনিবার (২৪ আগষ্ট’১৯) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

মেলায় ২৫টি স্টলে বিভিন্ন ধরনের ফলদ বৃক্ষ চারা ও উন্নত জাতের ফল প্রদর্শন করা হয়। এ সময় মেলার স্টলগুলো ঘুরে দেখেন আমির হোসেন আমু। পরে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কুতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সেখানে অনুষ্ঠিত হয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ