Thursday, August 22nd, 2019




স্বদেশে যেতে একজন রোহিঙ্গাও রাজি হয়নি’

জিয়াবুল হক, টেকনাফ:  শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম জানিয়েছেন ২২ আগস্ট বৃহস্পতিবার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২ টা পর্যন্ত একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরতে রাজি হয়নি। বৃহস্পতিবার (২২ আগস্ট) টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে সাক্ষাৎকার দেয়া রোহিঙ্গাদের সঙ্গে আলোচনার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মোহাম্মদ আবুল কালাম বলেন, বাংলাদেশের পক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হওয়ার পরও রোহিঙ্গাদের অনাগ্রহের কারণে তাদের মিয়ানমারে পাঠানো শুরু হয়নি এখনও।
তিনি বলেন, দুপুর ২ টা পর্যন্ত ২৯০ রোহিঙ্গার সাক্ষাৎকার নেয়া হয়। সাক্ষাৎকার দেয়া রোহিঙ্গাদের কেউই মিয়ানমারে যাবেন না বলে জানিয়েছেন। ৩ হাজার ৫৪০ জনের সাক্ষাৎকার নেয়া হবে। সাক্ষাৎকার নেয়া প্রত্যেকেই বলেছেন- মিয়ানমারে ফেরত যাবেন না। সাক্ষাৎকার চলমান থাকবে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যর্থ কিনা জানতে চাইলে আবুল কালাম বলেন, এটা ব্যর্থ বলা যাবে না। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি বিকাল ৪টা পর্যন্ত কেউ স্বেচ্ছায় রাজি হয়, তাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। আমরা জোর করছি না। তবে আমরা প্রত্যাবাসনের জন্য সব সময় প্রস্তুত রয়েছি।
রোহিঙ্গারা ফিরতে যেসব শর্ত দিয়েছেন সেসব শর্তের ব্যাপারে তিনি আরও বলেন, এগুলো মিয়ানমার এবং রোহিঙ্গাদের ব্যাপার। আমরা শুধু সীমান্ত পার করে দেব।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, মিয়ানমার, চীন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ