Thursday, August 22nd, 2019




প্রত্যাবাসনের প্রতিবাদে তিন ক্যাম্পের রোহিঙ্গাদের সংবাদ সম্মেলন আজ

জিয়াবুল হক, টেকনাফ: রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতিবাদ জানিয়ে আজ ২২ আগস্ট বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে কক্সবাজারের তিনটি রোহিঙ্গা ক্যাম্পের নেতারা। কক্সবাজারে ২৪, ২৬ ও ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের পক্ষ থেকে ২১ আগস্ট বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সংবাদ সম্মেলন করার কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২৪, ২৬ ও ২৭ নম্বর ক্যাম্পের তিন হাজার ৪৫০ রোহিঙ্গাকে গত সপ্তাহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পক্ষ থেকে জানানো হয় তারা প্রত্যাবাসনের তালিকায় আছেন। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, প্রত্যাবাসনের তালিকায় যে তিন হাজার ৪৫০ জন রোহিঙ্গার নাম রয়েছে তারা কেউ স্বেচ্ছায় ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেনি। তালিকায় থাকা অনেকের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে যারা এখনই মিয়ানমারে ফিরে যেতে অনিচ্ছুক। তারা বলছেন, মিয়ানমার রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি তাদের ফিরে যাওয়ার জন্য নিরাপদ নয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘উদ্ভূত পরিস্থিতিতে আমরা প্রত্যাবাসনের বিরুদ্ধে আমাদের জোরালো অবস্থান তুলে ধরতে তালিকায় থাকা অনেক রোহিঙ্গার স্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালনা করেছি।’
বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৬ নম্বর ক্যাম্পের নয়াপাড়া প্রত্যাবাসন অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ