Thursday, August 22nd, 2019




কাঠালিয়ায় বিজ্ঞ আদালতের রায় পাওয়া সত্বেও জবর দখলের অভিযোগ

মাহমুদুল হাসান: ঝালকাঠি জেলার কাঠালিয়া সদর ৪নং ইউনিয়নে চিংড়াখালী গ্রামে মোঃ শাহজাহান হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগম (আলো) জমি ঝালকাঠি বিজ্ঞ আদালতে রায় পাওয়া সত্বেও জবর দখলের অভিযোগ।

এ বিষয় আলো বেগম জানায় আমার ¯^ামী শাহজাহান হাওলাদার ঢাকায় চাকুরী করে। বাড়ীতে আমি একা থাকি। যার কারনে বিবাদী রসুল, ছুঠু, খলিল সর্ব পিতাঃ হাসেম, রুহুল এর শশুর আমজেদ উভয় ঠিকানাঃ চিংড়াখালী, কাঠালিয়া, ঝালকাঠি। এর বিগত দিন আগে ঝালকাঠি চিপ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে আমার নামে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং জি আর-১১৮/০৮। ঐ মামলায় আমাদের বিজ্ঞ বিচারক জনাব তারিখ রেজা আহম্মেদ চীপ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত আমাদের রায় দেয়। বিজ্ঞ আদালত রায় দেয়া সত্বেও বিবাদীগন বিগত দিন আগে ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতে একটি মামলা করেন। যাহার মামলা নং ২৩/২০১৮। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম কবির সিকদার, কাগজপত্র দেখিয়া উভয় পক্ষকে ঢাকিয়া আমাদেরকে জমিতে যাবার জন্য লিখিত ভাবে রায় দিয়ে দেয়। কিন্তু বিবাদীগন কোন কিছু না মেনে আমাদের সাথে মামলায় না পেরে বিভিন্ন সময়ে আমাদেরকে প্রান-নাশের হুমকি দিয়ে আসছে। এর জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যাহাতে এই হয়রানি থেকে মুক্তি পাইতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ