Wednesday, August 21st, 2019




প্রত্যাবাসনের তালিকাভুক্ত রোহিঙ্গাদের দ্বিতীয়দিনের সাক্ষাৎকার চলছে

জিয়াবুল হক:মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য দ্বিতীয় দিন ২১ আগস্ট বুধবার তালিকাভুক্ত রোহিঙ্গাদের সাক্ষাৎকার নিচ্ছে। সকালে সাক্ষাৎকার নেয়ার জন্য ইউএনএইচসিআরের প্রতিনিধি দল উপস্থিত হন।

গতকাল ২০ আগস্ট মঙ্গলবার টেকনাফের শালবাগান ২৬ সিআইসি ক্যাম্পে শতাধিক পরিবারের মতামত নেয়া হয়। ইউএনএইচসিআর এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলেন।
তবে, নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে মিয়ানমার ফিরতে রাজি নয় বলে জানায় বেশিরভাগ পরিবার। এর আগে আশ্রয়কেন্দ্রের বেশ কিছু ঘরে গিয়ে রোহিঙ্গাদের সাথে কথা বলেন ইউএনএইচসিআরের প্রতিনিধি দল।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানান, প্রথম পর্যায়ে পরিবার প্রধানের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। নিজ দেশে যদি যেতে সম্মত হন তবে যাওয়ার আগে আবার পরিবারের সব সদস্যের সম্মতি নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ