Wednesday, August 21st, 2019




ঝালকাঠিতে ট্রাফিক সচেতনতায় পুলিশের অভিযান

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সচেতনতায় অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। বুধবার সকালে, শহরের পেট্রোলপাম্প মোড়ে চেকপোষ্ট বসিয়ে যানবাহন চেক করা হয়। এসময়, চালকদের বৈধ কাগজপত্র থাকলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

কার্যক্রমের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ট্রাফিক পুলিশের চেকপোস্ট। মোটরসাইকেল ও যানবাহন তল্লাশী করে হেলমেট ও কাগজপত্রবিহীন চালকদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। আর, যাদের কাগজপত্র সঠিক এবং হেলমেট মাথায় পাওয়া যাচ্ছে তাদের শুভেচ্ছা জানানো হচ্ছে।

এসময় জনসাধারণ, সকল যানবাহন আরোহী ও চালকদের ট্রাফিক আইন যথাযথভাবে মান্য করার আহবান জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। ঝালকাঠি জেলাকে দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে এ কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ