Wednesday, August 21st, 2019




কুড়িগ্রামে বাসচাপায় শিশুর মৃত্যু, দেড়ঘন্টা সড়ক অবরোধ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলা শহরের আরডিআরএস অফিসের সামনে বাসচাপায় রায়হান (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টায় ভূরুঙ্গামারী থেকে ময়মনসিংহগামী অনিন্দ্য পরিবহনের একটি দূরপাল্লার বাস শিশুটিকে চাপা দেয়। এসময় ক্ষুব্ধ জনতা সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় জনতা। এ ঘটনায় বাসটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। নিহত রায়হান পৌর এলাকার বাণুরখামার গ্রামের শহিদুল ইসলামের পূত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা স্বীকার করে নাগেশ^রী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে গেলেও কুড়িগ্রামে তা আটক করা হয়। তবে চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় ইউডি মামলা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে নাগেশ্বরী থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ