Tuesday, August 20th, 2019




হবিগঞ্জে ৯৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত

সৈয়দ মোঃ রাসেল , হবিগঞ্জ ঃ হবিগঞ্জে এখন পর্যন্ত ৯৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। তবে এতদিন যারা আক্রান্ত হতেন তাদের পর্যালোচনা করে পাওয়া গেছে ঢাকা থেকে এই রোগের জীবাণু বহন করে নিয়ে এসে তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবার ঢাকায় না গিয়েও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ শহরের একজন।

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় হাবিবুর রহমান (২৫) নামে এক যুবক রবিবার সন্ধ্যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার ২জন ভর্তি হলেও সোমবার জেলায় ৫ ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। এর মাঝে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৪জন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ১জন। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯৫ জন। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রথীন্দ্র চন্দ্র দেব জানান, সোমবার বিকেল পর্যন্ত এই হাসপাতালে ৪জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর বাহিরে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ১জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ