Wednesday, August 14th, 2019




ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু- নূরানী রেডিও

নূরানী রেডিও: ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা কিছুটা কমলেও থেমে নেই মৃত্যু। মঙ্গলবার রাত থেকে এ পর্যন্ত প্রাণঘাতি এই রোগে পাবনা ও মাদারিপুরে আরো দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুছাব্বির হোসেন মাহফুজ (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি পাবনা সদর উপজেলার চক রামানন্দপুর গ্রামের মৃত. গোলাম মোস্তফার ছেলে।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রঞ্জন কুমার দত্ত জানান, মঙ্গলবার দুপুর তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। মাহফুজের ডেঙ্গু জ্বরে পাশাপাশি অন্যান্য কিছু সমস্যা ছিল।

মাদারীপুর প্রতিনিধি জানান, শিবচরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী আবদুল মজিদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে মাদারীপুরে এখন পর্যন্ত ছয়জন ডেঙ্গুতে রোগী মারা গেলেন।

মজিদের ছেলে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, বাবাকে গত সপ্তাহে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিত্সা করিয়েছি। তার শরীরের প্লাটিলেট ২০ হাজার ছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে তাকে শিবচরে আনা হয়। ভোরে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ