Wednesday, August 14th, 2019




কাটেনি ঈদের আমেজ চিলমারীতে অফিসপাড়ায় তালাবন্ধ অফিস কার্যালয়

কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কুড়িগ্রামের চিলমারীতে অফিসপাড়ায় এখনো ঈদের আমেজ কাটেনি বিভিন্ন দপ্তরের অফিসারদের। শুধু তাই নয় ছুটি না থাকলেও তালাবন্ধ রয়েছে সরকারের গুরত্বপূর্ণ কয়েকটি অফিস। সরকারি সিদ্ধান্ত মোতাবেক পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ৯ আগষ্ট থেকে ১৩ আগষ্ট পর্যন্ত ছুটি থাকার পর ১৪ আগষ্ট বুধবার অফিস খোলা থাকলেও উপজেলাস্থ বিভিন্ন দপ্তরে কর্তব্যরত অধিকাংশ অফিসারকে অফিস করতে দেখা যায়নি। এছাড়াও তালাবন্ধও রয়েছে বেশ কিছু অফিস জনসাধারনের হয়রানী। দৃষ্টি নেই কতৃপক্ষের।

বুধবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার অফিসপাড়ায় ঘুরে উপজেলা পরিসংখ্যান অফিস, সহকারী প্রোগ্রামার অফিস, উপজেলা হিসাব রক্ষণ অফিসার কার্যালয়, উপজেলা তথ্য কেন্দ্র, তথ্য সেবা কর্মকর্তার কার্যালয়, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন উপ-আঞ্চলিক কার্যালয়, আনসার/ভিডিপি কার্যালয়, যুব উন্নয়ন অফিস কার্যালয়সহ বিভিন্ন অফিস তালাবন্ধ পাওয়া গেছে। এছাড়াও অফিস খোলা থাকলেও একাডেমিক সুপারভাইজর আঃ হালিম, উপজেলা সমবায় অফিসার, উপজেলা প্রকৌশলী আজিজার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে দেখা যায়নি। এ সময় দু’চারটি অফিস খোলা থাকলেও বেশকিছু অফিসের দরজায় তালা ঝুলতে দেখা গেছে। ফলে অফিস ছুটির পর উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা নিতে এসে হয়রানির শিকার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হিসাব রক্ষন অফিস, তথ্য অফিস, যুব উন্নয়ন অফিসে সেবা নিতে আসা সুবিধাভুগিরা জানান বৃস্পতিবার থেকে আবারো টানা ৩দিন বন্ধ তাই কাজ করতে এসেছিলাম কিন্তু অফিসও বন্ধ অফিসারও নাই। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, ছুটির পর অফিসাররা অনুপস্থিত থাকার কথা না, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ