Saturday, August 10th, 2019




নীলফামারীতে ডেঙ্গু রোগী ভর্তির হার বাড়ছে

ইমানুর রহমান,নীলফামারী থেকে : নীলফামারীতে আরও সাত জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) এই সাতজনকে শনাক্ত করা হয়। এ নিয়ে গত ১৭ দিনে (২৫ জুলাই থেকে ১০ আগস্ট) জেলায় ৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হলেন।

নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দু’জনকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা জেলার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ১৭ দিনে ডেঙ্গু আক্রান্ত হওয়া ৭৪ জনের মধ্যে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ২৯ জন, সৈয়দপুরে ১৫ জন, ডোমারে ১১ জন, ডিমলায় ২ জন, জলঢাকায় ১৩ জন, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ দাবি করেন, ‘শনিবার পর্যন্ত শনাক্ত রোগীদের সবাই ঢাকায় আক্রান্ত হয়ে এলাকায় এসেছেন।’ তিনি আরও বলেন, সদর হাসপাতালে ডেঙ্গু রোগের পরীক্ষা-নিরীক্ষায় কোনও সমস্যা নেই। ডেঙ্গু যাতে না ছড়ায়, সে ব্যাপারে জনগণকে সচেতন করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা মাঠে কাজ করছেন। জ্বর হলে সরকারি হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ