Saturday, August 10th, 2019




ঈদের মাত্র দুদিন বাকি জমেনি ঈদের বাজার পাবনা শহরের বিপনিবিতান গুলো ক্রেতা শুন্য!

নিজস্ব প্রিতিনিধি : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পাবনায় এখনো ঈদের কেনাকাটা জমে ওঠেনি।

অধিকাংশ বিপণিবিতানগুলো ক্রেতাশূন্য। তবে দর্জিপাড়ায় দর্জিদের দম ফেলার সময় নেই। রেডিমেট পোশাকের চেয়ে তৈরি পোশাকের প্রতি ঝুঁকছেন ক্রেতারা।

সরেজমিন প্রতিবেদন করতে গিয়ে দেখা যায় পাবনার নামি-দামি বিপণিবিতানগুলোতে ঘুরে দেখা যায়, দোকানী ও কর্মচারীরা অলস সময় পার করছেন। যে সংখ্যক ক্রেতা আসছেন, তা খুবই নগণ্য।

পৌর শহরের খানবাহাদুর শপিংমল মার্কেট, রবিউল মার্কেট, নিউ মার্কেট, মেঘনা হাইটস মার্কেট, এআর শপিং কমপ্লেক্স মার্কেট, এআর প্লাজাসহ বিভিন্ন মার্কেটে গিয়ে দেখা যায়, অধিকাংশ দোকান ক্রেতা শূন্য।

খানবাহাদুর শপিংমলের একজন বস্ত্র ব্যবসায়ী জানান, প্রতি বছরই এ সময় ক্রেতাদের প্রচণ্ড ভিড় থাকে। কিন্তু এবারের দৃশ্য উল্টো। মানুষ এখনো ঈদের কেনাকাটা শুরু করেনি।

আবার অনেকেই মনে করছেন, ঈদ-উল-আযহায় এমনিতেই পোশাকের চাহিদা মানুষের কম থাকে সবাই ঝোঁকে কোরবানির পশু কেনার প্রতি এবছরও তার ব্যাতিক্রম হয়নি।

তবে জুতার দোকানগুলোতে ভিড় দেখা গেছে। কসমেটিকসের দোকানেও ভিড় করছেন শিশু, তরুণী আর গৃহবধূরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ