Monday, August 5th, 2019




বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্রো ডেঙ্গু শনাক্তের ব্যবস্থা নেই

খন্দকার আব্দুল্লাহ (ফরিদপুর) সংবাদদাতা ঃ সারাদেশে ডেঙ্গুর বিস্তার ঘটলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ডেঙ্গু শনাক্তের বা পরীক্ষা করার কোন ব্যবস্থা নেই। গত শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাকুরপুর গ্রামের জীবন চক্রবর্তির মেয়ে জ্যোতি চক্রবর্তি (১৩) ও পোয়াইল গ্রামের জয়পদ বিশ্বাসের মেয়ে রূপা বিশ্বাস (২৫) জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো আসে।

ডেঙ্গু রোগ সন্দেহে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস শ্বিাস বলেন, ডেঙ্গু রোগের পরীক্ষার কোন কীট না থাকায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ডেঙ্গু রোগ শনাক্তের কীট পাওয়ার জন্য ফরিদপুর সিভিল সার্জন অফিসের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি। তবে বর্তমানে বোয়ালমারী পৌর সদরের আল আমিন ডায়াগনস্টিক সেন্টার ও মোল্যা মেমোরিয়াল হাসপাতালে ডেঙ্গু রোগ পরীক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ