Sunday, August 4th, 2019




মেহেরপুরে ২২ ডেঙ্গু রোগী সনাক্ত, রয়েছে অনেক আক্রান্ত

মাহবুব হাসান টুটুল :রিমপা খাতুন। বয়স ১০ বছর। মেহেরপুরের গাংনী উপজেলার আযান গ্রামের রিপন আলীর মেয়ে। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। শুক্রবার বিকালে হঠাৎ জ্বর অনুভব করে রিমপা। সাথে শরীরের বিভিন্ন অংশে লাল র‌্যাশ বের হয়। বাবা-মা মনে করেছিলেন জ্বরের সাথে এল্যার্জি হয়েছে। গ্রামের ওষুধের দোকান থেকে জ্বর ও এল্যার্জীর ওষূধ নিয়ে মেয়েকে খাওয়ান।কিন্তু রবিবার সকাল পর্যন্ত জ্বর ও র‌্যাশ না কমায় সকালে মেহেরপুর শহরের সনো ল্যাবে রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু পজিটিভ সনাক্ত হয়। সেখান চিকিৎসকের পরামর্শে দুপুর ১ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় রিমপাকে।
নুসরাত জেরিন সোমা। বিশ্ববিদ্যালয় কোচিং করার সুবাদে ঢাকায় থাকতেন। ঈদের ছুটি পেয়ে শুক্রবার নিজ বাড়ি মেহেরপুরের হিজুলি গ্রামে আসেন। বিকাল থেকে শুরু হয় জ্বর। পরদিন শনিবার সকালে মেহেরপুরের তাহের ডায়াগনষ্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করার পর জানতে পারেন ডেঙ্গু জ্বর হয়েছে। এরপরপরই ভর্তি হয়েছেন মেহেরপুর জেনারেল হাসপাতালে।
আঁখি তারা। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে বাড়ি। তিনিও শনিবার দুপুর ১ টার সময় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ