Sunday, August 4th, 2019




ঠাকুরগাঁওয়ে একতা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করলেন ৫০বিজিবি

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ  ঠাকুরগাঁও সদর উপজেলা একতা প্রতিবন্ধী উন্নয়ন ও পূর্নবাসন কেন্দ্রের বিশেষ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
রোববার বেলা ১১টায় একতা প্রতিবন্ধী উন্নয়ন ও পূর্নবাসন কেন্দ্রের নিজস্ব চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতিতে এ কর্মসূচির উদ্বোধন করেন ল্যা: কর্নেল এমএনএম সামীউন্নবী চৌধুরী।এ সময় আরো উপস্থিত ছিলেন ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারি পরিচালক রাজ মাহমুদ, কোম্পানি কমান্ডার গোফরান আলী, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, একতা প্রতিবন্ধী উন্নয়ন ও পূর্নবাসন  কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ।৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক ল্যা: কর্নেল সামাউন্নবী বলেন, এই প্রতিবন্ধী শিশু সমাজের অনেকেই অবহেলার চোখে দেখেন। কিন্তু আমাদের দেশে প্রতিবন্ধী শিশুরা সম্প্রতি সময়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন  বিভিন্ন কাজ করে। এই শিশুদের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহন
করতে খুবই ভাল লাগছে। তারাই এই রোপনকৃত গাছ গুলোর পরিচর্যা করে
একদিন বড় করে তুলবে। তিনি আরও বলেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য
তিনি একটি মহিলা ছাত্রী নিবাস নির্মাণ করবেন।একতা প্রতিবন্ধী উন্নয়ন ও পূর্নবাসন কেন্দ্রে ৫শতাধি গাছ রোপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ