Saturday, August 3rd, 2019




মতলব উত্তরে জাতীয় শোক দিবসে আওয়ামীলীগের শোক সভা অনুষ্ঠিত

আরাফাত আল-আমিন: চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় শোক দিবস, শোকের মাস আগস্ট ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লা প্রধান, আওয়ামীলীগ নেতা অ্যাড. আমান উল্লাহ, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ষাটনল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ, সুলতানাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফতেপুর পুর্ব ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, কলাকান্দা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির, ছেঙ্গারচর পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনির হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, গজরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান ওয়াদুদ, দুর্গাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহবুব হোসেন, মোহনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই, এখলাছপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আমজাদ নেতা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা আক্তার আখি, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় শোক দিবসে প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক শোক দিবস পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা মো. আখতার হোসাইন। পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ