Saturday, August 3rd, 2019




সারিয়াকান্দিতে বন্যা কবলিত ৬শ’ কৃষককে বিনামূল্যে বীজ বিতরণ

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা কবলিত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ কর্মসূচী আমন/ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ই আগষ্ট) কালিতলা গ্রোয়েন বাঁধে বাংলাদেশ গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তররের সহযোগীতায় বাংলাদেশ গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. শাহজাহান কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ্য কৃষকের মাঝে বিনামূল্যে নাবী জাতের আমন ধানের বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তররের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আরশেদ আলী, বগুড়া জেলা পরিষদের সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রধান উদ্ভিদ রোগতত্ত্ব ও সি এস ড. আব্দুল লতিফ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোফাজ্জল হোসেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।
উল্লেখ্য বন্যা কবলিত ৬শ’কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি বীজ ও ৩০০ টাকা করে প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ