Friday, August 2nd, 2019




সারিয়াকান্দিতে বন্যা দুর্গতদের মাঝে কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ত্রাণ বিতরণ

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ্য বিভিন্ন পরিবারের মাঝে কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ই আগষ্ট) সকালে কালিতলা গ্রোয়েন বাঁধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক ৬শ’ বন্যার্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যালামনাই এসোসিয়েশন নির্বাহী সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট পাবনা ঈশ্বরদী মহাপরিচালক ড. আমজাদ হোসেন, বগুড়া জেলা পরিষদের সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান।

ঢাকা খামারবাড়ী কৃষি পর্যায়ে উৎপাদন প্রকল্পের উপ-পরিচালক ও কৃষি প্রকল্পের পরিচালক মোয়াজ্জেম হোসেন, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সভাপতি কৃষিবিদ সরোয়ার মোর্শেদ জাস্টিস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক মিজবাহুজ্জামান চন্দ্র, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ