Friday, August 2nd, 2019




বাংলাদেশে প্রথম বারের মত পাইলট কার্যক্রম হিসেবে অনুষ্ঠিত হয় ” পরিচ্ছন্নতা উৎসব “

তাওহীদ হাসান: একাধিকবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর পর অাজ ফুলপুর পৌরসভা ও হেলডস্ ওপেন স্কাউট গ্রুপ  এর যৌথ অায়োজনে এক যুগে সমগ্র পৌরসভার সকল অঞ্চলে পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন কার্যক্রম চালানোর মধ্যে দিয়ে  অনুষ্ঠিত হয় এ ” পরিচ্ছন্নতা উৎসব “।
উদ্ভোদন করেন পৌরসভার জনাব মেয়র অামিনুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অাবাসিক চিকিৎসা কর্মকর্তা  ডা. প্রানেস পন্ডিত,হেলডস্ ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক তাসফিক হক নাফিও, প্যানেল মেয়র শফিকুল ইসলাম, কাউন্সিলর ইউনুস অালি  সহ স্কাউটের লিডার, রোভার ও স্কাউটরা
এসময় একযুগে সমগ্র পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অাংশ নেয় ফুলপুর মহিলা ডিগ্রী কলেজ, ফুলপুর পাইলট বালিকা উ.বি. সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ।
ফুলপুর পৌরসভা কে পরিচ্ছন্ন পৌরসভা ঘোষণা করতে অাগামী ১ সপ্তাহ এ কার্যক্রম অব্যহত থাকবে।
পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  জেলা প্রশাসক মহোদয়ের সাথে সমন্বয় করে ফুলপুর উপজেলা এবং ময়মনসিংহ জেলাকে যথাক্রমে পরিচ্ছন্ন উপজেলা এবং পরিচ্ছন্ন জেলা হিসেবে ঘোষণার লক্ষ্যে কাজ করবে হেলডস্।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ