Friday, August 2nd, 2019




চিলমারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রুপালী ব্যাংকের সহযোগীতায় প্রায় ১হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। রুপালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের অর্থায়নে শুক্রবার থানাহাট ফেডারেশন, মন্ডলপাড়াসহ বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, ব্যাংকের জিএম রাজশাহী বিভাগীয় জাহাঙ্গীর হোসেন, ডিজিএম ও ত্রাণ কমিটির আহবায়ক মোঃ শহিদ উল্লাহ সরকার, ডিজিএম ঢাকা শেখ মনজুর করিম, ডিজিএম আব্দুল্লাহ আল মাহমুদ, ডিজিএম রংপুর আঞ্চলিক কার্যালয় আনিছুর রহমান, এজিএম এস.এ রবিউল ইসলাম, এজিএম মোস্তফা হামিদ, এসপিও পরেশ চন্দ্র মন্ডল, এসপিও ঢাকা দক্ষিণ মোঃ রাজ্জাকুল হায়দার (হারুন), এসপিও মাসুদ রানা, পিও ঢাকা দক্ষিণ আঃ রহিম, পিও নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে বিকেলে এনা ট্রান্সপোর্ট এর উদ্যোগে চিলমারী কাউন্টারে ১৫০ বানভাসীর মাঝে ত্রাণ বিতরণ করেন থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন। এসময় উপস্থিত ছিলেন, চিলমারী কাউন্টার ম্যানেজার সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, রংপুর কাউন্টার ম্যানেজার গাজিউর রহমান গাজী, কুড়িগ্রাম কাউন্টার ম্যানেজার জাহাঙ্গীর আলম মুকুল, উলিপুর কাউন্টার ম্যানেজার হামিদুর রহমান লিটন, সহকারী অধ্যাপক আফিয়া সুলতানা, শিক্ষক শাহিনুর ইসলাম মুক্তা,শওকত আলী, সবুজ,নুরনবী সরকার,বদিউজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ