Wednesday, July 31st, 2019




পঞ্চগড়ে লেবেল ক্রসিং-গেইটম্যান নিয়োগের দাবি এলাকাবাসীর

পঞ্চগড়: পঞ্চগড়ের নয়নিবুরুজ রেল স্টেশন সংলগ্ন এলাকায় দূর্ঘটনা রোধে লেবেল ক্রসিং ও গেইটম্যান নিয়োগের দাবিতে পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া সান্তাহারগামী কমিউটার ট্রেন প্রায় ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে এলাকাবাসী। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে ট্রেনটি ছেড়ে দেয়।

বুধবার (৩১ জুলাই) পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের নয়নিবুরুজ রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করে।

স্থানীয় জানায়, নয়নিবুরুজ রেল স্টেশন সংলগ্ন এলাকায় লেবেল ক্রসিং ও গেইটম্যান না থাকায় মাঝে মধ্যে ট্রেন দূর্ঘটনা ঘটছে। ঝলই বাজার হতে আমলাহাট বাজারে চলাচলের জন্য রেল লাইনের উপর দিয়ে পারাপার হতে হয় অথচ এখানে কোন লেবেল ক্রসিং ও গেইটম্যান নেই যার ফলে প্রায়ই ঘটছে ট্রেন দুর্ঘটনা। এতে করে প্রাণহানীরও ঘটনা ঘটছে। আমরা দূর্ঘটনা রোধে লেবেল ক্রসিং ও গেইটম্যান নিয়োগের দাবি জানাচ্ছি। অতি দ্রুত আমাদের দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দেন এলাকাবাসী।

উল্লেখ্য, গত ২৭ জুলাই (শনিবার) পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া পার্বতীপুরগামী ডেমু ট্রেনের ধাক্কায় ওই এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়। এর পর থেকেই বিক্ষুব্ধ হয়ে পড়ে এলকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ