Wednesday, July 31st, 2019




ঠাকুগাঁওয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃপিটিয়ে মানুষ হত্যা,শিশু ও নারীর উপর যৌন নিপীড়ন ,ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতা,
হত্যা, গুজব সহ অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদী আজ বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় জেলা উদীচীর আয়োজনে সাংস্কৃতিক সমাবেশ
অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সহ সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন, সম্পাদক মন্ডলির সদস্য তারেক হোসেন, সদস্য জুই জেসমিন, সিপিবি সদর উপজেলা সভাপতি আহছানুল হাবিব বাবু, ঠাকুরগাঁও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, কর্নেড সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিকা হাবিব বৃষ্টি প্রমুখ। বক্তারা বলেন, সারাদেশে ছেলেধরা গুজবের নামে পিটিয়ে নিরীহ মানুষ হত্যা করা
হয়েছে তার প্রতিবাদ জানান । দোষীরা যেন পার না পায় সে বিষয়ে প্রশাসনকে দৃঢ় পদক্ষেপ নেওয়া আহবান জানান।
শিশু ও নারীর উপর যৌন নিপীড়নের প্রতিবাদ জানিয়ে কোন স্বজনপ্রীতি না করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। প্রতিবারই বর্ষা এলে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রনে কোন পূর্বপরিকল্পনা নেই।যে টুকু ছিলো তাওনাকি মশার ওষুধ কাজ করছেনা। ঢাকা সহ সারাদেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। প্রতিদিন মানুষ মরছে। প্রতিকারের তেমন ব্যাবস্থা নেই।পত্রিকা,টিভি সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে ভদ্রলোকেরা মশা মারার জন্য স্প্রে করছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আক্রান্তের হার মহামারী আকার ধারণ করছে। এমবিএ করা ঢাবির ছাত্র,ডাক্তার,পুলিশ সহ অসংখ্য
মানুষকে জীবন দিতে হচ্ছে। এমনকি ঠাকুরগাঁও সদর হাসপাতালেও দশজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে গণসংগীত পরিবেশন করেন উদীচীর জ্যোতিষ চন্দ্র বর্মন ও রাজন ঠাকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ