Wednesday, July 31st, 2019




কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন ৭ ডেঙ্গু রোগী

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আরো দুইজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এনিয়ে রোগীর সংখ্যা দাঁড়াল ৭ জনে। বুধবার সকালে কুড়িগ্রাম শহরের পুরাতন হাসপাতাল পাড়ার শফিকুল ইসলাম দুদু’র মেয়ে বিনিতা (২১) ও বুধবার গভীর রাতে পৌরসভার কৃঞ্চপুর মিয়াপাড়ার আমজাদের পূত্র শামিম (১৮) ভর্তি হয়েছে। এরা সবাই ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসে ভর্তি হন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহিনুর রহমান সরদার জানান, গত ৪দিনে আরিফুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, আলী আহমেদ, আমিনুল ইসলাম ও খাইরুল ইসলাম নামে ৫ জন ডেঙ্গু রোগী ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসে হাসপাতালে ভর্তি হন। এছাড়াও বিনিতা ও শামিম নামে আরো দুজন ভর্তি হয়েছেন। তাদেরকে হাসপাতালের কার্ডিয়াক মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা সবাই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসেছেন। এরমধ্যে ৩ জন রোগী উন্নত চিকিৎসার জন্য চলে গেছেন।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা.এস এম আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন হাসপতালে এসে ডেঙ্গু রোগীদের খোঁজ-খবর নেন। আতংকিত হওয়ার মতো কিছু নেই। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু মোকাবেলায় সব ধরণের ব্যবস্থা গ্রহন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ