Tuesday, July 30th, 2019




হবিগঞ্জের মাধবপুরে এক ভারতীয় নাগরিকসহ তিনজন ডেঙ্গুতে আক্রান্ত

সৈয়দ মোঃ রাসেল, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একজন ভারতীয় নাগরিকসহ তিনজনের শরীরে ডেঙ্গুর পজেটিভ ধরা পড়েছে। গত তিন দিনে ২৫ জনের রক্ত পরীক্ষা করলে ৩ জনের শরীরে ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে। তারা বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মাধবপুর তিতাস শিশু ও জেনারেল হাসপাতালের এমডি আশেদুল হক জিন্টু এর সত্যতা নিশ্চিত করেছেন।

গত শুক্রবার এ হাসপাতালটিতে ডেঙ্গু রোগ শনাক্তকরণ মেশিন আনা হয়। এরপর গত তিন দিনে ২৫ জন জ্বর নিয়ে এ হাসপাতালে আসলে তাদের পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু পজেটিভ পাওয়া যায়। ডেঙ্গুতে আক্রান্তরা হলেন ভারতীয় নাগরিক দিলীপ কুমার পাল।

মেয়ের জামাতা পৌরশহরের কাটিয়ারা গ্রামের রিপন পালের বাড়িতে বেড়াতে এসে ঢাকায় চিকিৎসার জন্য কয়েকদিন অবস্থান করে। মাধবপুরে ফিরে আসলেই জ্বরে আক্রান্ত হয়। মাধবপুরে পরীক্ষা করলেই ডেঙ্গু ধরা পড়ে।

তিতাস হাসপাতালের গেষ্ট ডাক্তার মিলাদুর রহমান জ্বর আক্রান্ত হলে তার শরীর পরীক্ষা করে ডেঙ্গুর পজেটিভ পাওয়া যায়। ওমর ফারুক (১৮) ঢাকায় চাকুরী করেন। বাড়িতে এসে জ্বরে আক্রান্ত হয়। পরীক্ষা করে ডেঙ্গুর পজেটিভ ধরা পড়ে। তারা ৩ জনই সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন জানান, আতংকিত হওয়ার কিছু নেই। মাধবপুরে কোন ডেঙ্গু রোগী নেই। ট্রাভেলিংয়ের মাধ্যমে আক্রান্ত হতে পারে। তবে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ