Tuesday, July 30th, 2019




মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁও মতবিনিময় সভা

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েমশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে ।

এরই মধ্যে জেলা প্রশাসকের উদ্যোগে সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’- এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল দশটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,
জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার,খন্দকার মো:আলাউদ্দিন আল আজাদ,ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)সাহানা সাবেক( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সালেহা বেগম
অনুষ্টানটি পরিচালনা করেন সিনিয়র সহকারি শিক্ষক,হাফেজ মোঃরশিদ আলম।
এছাড়া অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিকভাবে
সহযোগিতা করেন,ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস দেবনাথ। মত বিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । মত বিনিময় সভায় জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খাল,জলাশয় আমাদের আশেপাশে নোংরা জায়গা স্ব-উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিত্যক্ত নারিকেল/ডাবের খোসা,প্লাস্টিক, টিনের কৌটা ঘরের ভিতরে টপ ইত্যাদিতে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার বংশবিস্তার করে।তাই এ সমস্ত জায়গায় পানি জমতে দেওয়া যাবে না।দিনে রাতে ঘুমাবার সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।এছাড়া জ্বর/মাথা ব্যথা অনুভূত হলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে এবং পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ