Tuesday, July 30th, 2019




পাইকগাছায় কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে

মোঃ শাহরিয়ার কবির,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥পাইকগাছায় কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গ্রামের পর গ্রাম ভেঙ্গে বিলিন হয়ে যাচ্ছে। ঘটনাস্থলে উর্দ্ধতন কর্তৃপক্ষ পরিদর্শন করে ভাঙ্গনরোধের জন্য টাকা বরাদ্দ দিলেও তা কোন কাজে আসেনি। বিষয়টি ভাঙ্গনরোধে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, উপজেলার আগড়ঘাটা, মালথ, হাবিব নগর, পাররামনাথপুর, দরগাহ মহল, মামুদকাটি গ্রাম ভাঙ্গনের শিকার। ইতোমধ্যে হাবিব নগর, পাররামনাথপুর নদের গর্ভে বিলিন হয়ে গেছে। স্থানীয় রহিম শেখ ও মেহের আলী মোড়ল জানায়, প্রায় ২ শতাধিক পরিবার ভাঙ্গনের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে বিভিন্ন স্থানে চলে গেছে। নদের গর্ভে বিলিন হয়েছে মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কবর স্থান ও দরগাহ। সম্প্রতি বর্ষা মৌসুমে নদীর স্রোত বেড়ে যাওয়ায় বিলিন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। অব্যাহত ভাঙ্গনে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অধ্যক্ষ মাওঃ সাইফুল ইসলামের বাড়ী ঘর ও সম্পদ-সম্পত্তি নদের গর্ভে চলে গেছে।

আগড়ঘাটা বাজারের সিংহভাগ নদের গর্ভে বিলিন হওয়ায় বাজারটির অস্থিত্ব হুমকির মুখে। পাইকগাছা-খুলনা প্রধান সড়কের অবস্থান কয়েকবার পরিবর্তন হয়েছে। ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে আবারো সড়কের অবস্থান পরিবর্তন করা লাগবে বলে মুক্তিযোদ্ধা শেখ সালামউল্লাহ জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার বলেন, নদের ভাঙ্গনরোধে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনকালে ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করলেও আজও কোন ব্যবস্থা নেয়া হয়নি। তিনি আরো বলেন, দ্রুত ব্যবস্থা না নেয়া হলে পাইকগাছা-খুলনার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের এস.ও মোঃ ফরিদ উদ্দীন জানান, ভাঙ্গন কবলিত এলাকা যশোর পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন হওয়ায় পাইকগাছা উপজেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কোন কিছু করার নেই। তবুও বিষয়টি ভয়াবহ হওয়ায় তাদেরকে অবহিত করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না বলেন, ঘটনাস্থলে গিয়েছি। তবে পানি উন্নয়ন বোর্ডের কাছে বিষয়টি উত্থাপন করা হয়েছে। তারা অচিরেই ভাঙ্গনরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ