Monday, July 29th, 2019




বালিয়াডাঙ্গীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ উদযাপন

মোঃ ইলিয়াস আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই শ্লোগানে আজ সোমবার দুপুর ১২ টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে মশক নিধন এ পরিচ্ছন্ন সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে।

সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে র‍্যালি, পথসভা ও সচেতনতামূরক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে র‍্যালিতে অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল সহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, সুশীল সমাজ, ছাত্র-ছাত্রীবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং নিজ হাতে লিফলেট বিতরণ করে ও জনগণকে সচেতন করেন।

সচেতনতার জন্য লিফলেটে উল্লেখ করা হয়: ড্রেন, নালা, খাল, জলাশয়, মজাপুকুর হতে কচুরিপানাসহ অন্যান্য ময়লা পরিষ্কার রাখি।
আবাসস্থল, অফিস, বাজারের চারপাশ স্ব-উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।
খাল নর্দমার পানি প্রবাহ বজায় রাখতে হবে।
পরিত্যক্ত নারিকেল/ডাবের খোসা, প্লাস্টিক/টিনের কৌটা, টায়ার, ঘরের ভিতরের টব ইত্যাদিতে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশ বিস্তার করে, তাই এ সমস্ত জায়গায় পানি জমতে দেওয়া যাবে না।
দিনে /রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে।
জ্বর/মাথা ব্যাথা অনুভূত হলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং পরামর্শ অনুযায়ী ঔষুধ সেবন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ