Monday, July 29th, 2019




ঈদে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে নির্ধারিত ভাড়া সি-বোট ১৮০ টাকা, বাস ১০০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে সি-বোট ভাড়া ১৫০ টাকার জায়গায় ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাস ভাড়া ৭০ টাকার জায়গায় ১০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে।

আজ সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় দক্ষিণবঙ্গের প্রায় ২১ জেলার ঘরমুখী যাত্রীদের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে নিরাপদে পারাপারে বিশেষ আইনশৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় পর্যাপ্ত র‌্যাব, পুলিশ, আনসার, সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন বলে সিদ্ধান্ত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিমুলিয়া-কাঁঠালবাড়ি সি-বোট ভাড়া ১৫০ টাকার জায়গায় ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাস ভাড়া ৭০ টাকার জায়গায় ১০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। আগামী তিন দিনের মধ্যে বিকল্প চ্যানেল খুলে দেওয়া হবে। ফলে ঈদে ফেরি পারাপারে যাত্রীদের আর কোনো দুর্ভোগ থাকবে না বলে সভাকে বিআইডাব্লিউটিএ কর্মকর্তারা জানিয়েছেন।

লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে শিমুলিয়াঘাটের বিআইডাব্লিউটিসি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ- (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম (বার), র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ইউএনও কাবিরুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোরাদ আলী, ওসি আলমগীর হাসাইন, প্রাণ বন্ধুসহ বিআইডাব্লিউটিএ, বিআইডাব্লিউটিসি, নৌ-পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, সাংবাদিক, কোস্টগার্ড, আনসার, স্বাস্থ্য দপ্তর, পল্লী বিদুৎ, বাস, লঞ্চ, সি-বোট মালিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ