Saturday, July 27th, 2019




ঢাবির পর এবার ডেঙ্গু জ্বরে জাবি ছাত্রীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে  মারা গেছে। তার নাম উ খেং নু রাখাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম আবর্তনের (প্রথম বর্ষ) শিক্ষার্থী।

শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার মারা যায় ওই শিক্ষার্থী। তার পরিবারে পক্ষ থেকে জানা যায়।

উ খেং নু রাখাইন বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। উখেংনুর বাবার নাম মংবা অং মংবা। তার বাবা কক্সবাজার জেলা পরিষদের কর্মকর্তা। উখেংনু তার একমাত্র কন্যা।

পরিবার জানায়, কয়েকদিন আগে উ খেং নু রাখাইন ক্যাম্পাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর কয়েকদিন এনাম মেডিকেলে চিকিৎসা নিয়ে অবস্থার অবনতি হলে বাসায় চলে যান। জ্বর না সারলে শনিবার তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকেল ৫টার দিকে কক্সবাজারের নিজ বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

তার খালাতো বোন মালা রাখাই বলেন, আমার খালাতো বোন বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। সুস্থ না হওয়ায় বাড়িতে ফিরে আসেন। আজ তার শরীরের অবস্থা খারাপ হলে কক্সবাজারের নিজ বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ