Tuesday, July 23rd, 2019




বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশে মাছে স্বয়ংসম্পূর্ণ: ইউএনও শারমিন আক্তার

আরাফাত আল-আমিন: জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরে সমাপনী সভা ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির আহ্বায়ক শারমিন আক্তার।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ফতেপর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারেক মাহমুদ চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরকার মো. আলাউদ্দিন প্রমুখ। এসময় ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলামসহ কর্মকর্তা/কর্মচারী, মৎস্য চাষী ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশে মাছে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যে পুষ্টি চাহিদা মেটাতে মৎস্য চাষের বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি জনগণকেও এ ব্যাপারে সচেতন হতে হবে। সে লক্ষ্যে মৎস্য চাষীদের পাশাপাশি পরিবারের খাদ্যে পুষ্টি চাহিদা মেটাতে সকলকেই বাড়ির পুকুর ও ডোবাতে মাছ চাষ করতে হবে। তিনি আরও বলেন, সরকারের টেকসই উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে সূচক রয়েছে। আমরা স্থানীয় সূচক হিসেবে মতলবের ইলিশ চাষ নিয়ে সুচক ধরেছি। এ মৌসুমে আমরা ১৫ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদনের সূচক ধরেছি। তাই নিষিদ্ধ সময়ে জাটকা ও মা ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে। এ লক্ষ্য বাস্তবায়ন করতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ