Tuesday, July 23rd, 2019




নতুন স্কুল ড্রসে পয়েে মুখে হাসি ফুটলো আলামনিরে

খন্দকার আব্দুল্লাহ (ফরদিপুর) প্রতনিধিি ঃ ফরদিপুররে বোয়ালমারী থানার অফসিার ইনর্চাজ একএেম শামীম হাসানরে নকিট গত ২২ জুলাই আত্মসর্মপণ করে গুনবহা ইউনয়িনরে চাপালডাঙ্গা গ্রামরে মাদক ব্যবসায়ী বাবলু শখে। স্বাভাবকি জীবনে ফরিতে চাইলে তাকে অফসিার ইনর্চাজ একটি অটোভ্যান ও তার শশিু সন্তান আলামনি শখেরে (৯) স্কুল ইনর্ফম সহ তার যাবতীয় পড়ালখোর দায়ত্বি ননে একে এম শামীম হাসান।

আলামনি চাপলডাঙ্গা সরকারি প্রাথমকি বদ্যিালয়রে ৩য় শ্রণেীর ছাত্র। ইতমিধ্যে মাদক ব্যবসায়ী বাবলু শখেকে অটোভ্যান কনিে দওেয়াসহ আইনগত সহযোগতিা করা হয়ছে।ে মঙ্গলবার (২৩.০৭.১৯) দুপুরে আলামনি তার বাবা মায়রে সাথে থানায় আসলে স্কুল ড্রসেটি পড়য়িে দনে ওসি শামীম হাসান নজিইে। এ সময় শশিুটি মুখে যনে পৃথবিীর সব হাসি ফুটে উঠ।ে শশিুটরি বাবা বাবলু শখেকে (৪৫) একটি ভ্যান দওেয়া হয়। অফসিার ইনর্চাজ একে এম শামীম হাসান বলনে, ইতমিধ্যে জলো পুলশি সুপার জাকরি হোসনে (পপিএিম) স্যাররে নর্দিশেে মাদক মুক্ত বোয়ালমারী গড়ার লক্ষে সবধরনরে কৌশল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছ।ে এমন কি আত্মসর্মপণ করা সকল মাদক ব্যবসায়ীদরে কঠোর নজর দাররি মধ্যে রাখা হয়ছে।ে যনে পূনরায় তারা এ ধরণরে আইন বরিোধী র্কমকান্ডতে আর জড়য়িে না পরতে পার।ে এছাড়া শশিু আলামনিরে সকল পড়া লখোর দায়ত্বি তনিি নয়িছেনে এবং তা পূরণ করছনে। বাবলু শখে ও তার স্ত্রী আনজরিা খাতুন বলনে, অভাবরে সংসারে ভ্যান পয়েে আমাদরে দনিে দুই বলো পটে ভরে খয়েে বাঁচার মত কায়দা হয়ছে।ে আমার শশিু ছলেটেরি পড়া লখোর খরচ এবং তার স্কুল ড্রসে পাওয়াতে আমাদরে আনন্দরে সীমা নাই। শশিু আলামনি হাঁসি দয়িে বলে নতুন স্কুল ড্রসে পয়েে আমার কাছে মনে হচ্ছে আজ যনে আমার ঈদরে দনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ