Sunday, July 21st, 2019




উলিপুরে রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে রবিবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সকল দুগ্ধ উৎপাদনকারী খামারীরা জাতির পুষ্টি ও দেশীয় দুগ্ধ শিল্প রক্ষার দাবীতে রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ করেছেন।

এসময় বক্তারা বলেন, দুধের দাম কম হওয়ার ফলে খামারীরা দিন দিন লোকসানের মুখে পড়ে খামার গড়ার থেকে বিরত থাকছে।অনেকেই খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।বক্তারা দুগ্ধ খামার রক্ষায় সরকারের সু-দৃষ্টি কামনা করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,পৌরসভার খাওনার দরগা গ্রামের আফজাল হোসেন, তবকপুর ইউনিয়নের রোকনুজ্জামান,ধামশ্রেনী ইউনিয়নের যাদু পোদ্দার গ্রামের খামারী তসলিম উদ্দিন, ইয়াকুব আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ