Thursday, July 18th, 2019




খাদ্যে পুষ্টি চাহিদা মেটাতে মৎস্য চাষের বিকল্প নেই: এমপি রুহুল

আরাফাত আল-আমিন : জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি বের হয়ে স্থানীয় প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল আমিন রুহুল বলেন, খাদ্যে পুষ্টির চাহিদা মেটাতে মৎস্য চাষের বিকল্প নেই। আমরা মাছে ভাতে বাঙালি, তাই মাছ ছাড়া চলে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে আজ মাছে স্বয়ংসম্পূর্ণ। দেশে চাহিদা মিটিয়ে বিদেশেও মাছ রপ্তানি হচ্ছে।

এমপি রুহুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আয়তন বাড়িয়ে দিয়েছেন। ভারত ও মিয়ানমারের সাথে সীমানা নির্ধারণে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রেক্ষিতে সমুদ্র জয় করেছেন। ওই সমুদ্র থেকে হাজার হাজার টন মাছ উৎপাদন হচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ অধিকার ফিরে পায়। দেশের উন্নয়ন বৃদ্ধি পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহফুজ মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। আরো বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মুরশেদুল আলম ভুইয়া, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দিন, সাংবাদিক গোলাম নবী খোকন, মৎস্যজীবি প্রতিনিধি ওমর আলী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত মোঃ আখতার হোসেন। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ